কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান (১১)।
বুধবার (৩১ জানুয়ারি) দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষকরা।
শুধুমাত্র ৯–১৩ বছর বয়সী শিশুদের এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়।
অনুষ্ঠানটি আয়োজন করে আল জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।
মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী। এ মাদ্রাসা থেকেই হাফেজ নাজমুস সাকিবসহ প্রায় ৫০ জন, বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন।
উল্লেখ্য, গতবছর মুশফিকুর রহমান ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।
আরও পড়ুন: অনুষ্ঠিত হলো আন্ত:বিশ্ববিদ্যালয় ভ্যালু চেইন প্রতিযোগিতা
এসএ/দীপ্ত নিউজ