পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আদেশে বাইডেন বলেন, পশ্চিম তীরে সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা ওই চার ইসরায়েলি তাদের সম্পত্তি ও আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।
দ্বিপাক্ষিক সম্পর্কের গত ৭৫ বছরের ইতিহাসে ইসরায়েলি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা। নিষেধাজ্ঞা আদেশে বাইডেনের স্বাক্ষরের পরপরই এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে একই দিনে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, নিষেধাজ্ঞাগুলো অপ্রয়োজনীয়।
উল্লেখ্য, প্রায় চারমাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (৩১ জানুয়ারি) জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এ ছাড়া হামলায় আরও ৬৫ হাজার ৯৪৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
আরও পড়ুন: হুথিদের হামলায় বিপাকে ইসরায়েল ও তার মিত্ররা
এসএ/দীপ্ত নিউজ