মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

যুব বিশ্বকাপ; যে সমীকরণে সেমিফাইনালে যাবে বাংলাদেশ!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারের যুব বিশ্বকাপ যেন নিয়মের বড় এক বেড়াজাল। ভিন্ন নিয়মের এমন যুব বিশ্বকাপ বড় দলগুলোকে পরীক্ষায় না ফেললেও বাংলাদেশকে ঠিকই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

সুপার সিক্সের লড়াই শেষে সেমিফাইনালের টিকিট পেতে হলে বাংলাদেশের সামনে ভিন্ন রকম এক সমীকরণ। ব্লুমফনটেইনে সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে ১৪৮ বল আগে হারিয়েও চিন্তার ভাঁজ বাংলাদেশ দলে।

সুপার সিক্সের তিন ম্যাচ শেষে গতকাল পর্যন্ত সমান ৬ পয়েন্টে শীর্ষ দুইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ ‘১’ এ সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। ভারতের ৩.৩২৭ নেট রানরেটের বিপরীতে পাকিস্তানের ১.০৬৪। আর বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮।

দুই দলেরই সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ই রাব্বিবর্ষণদের শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে পারে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করলে জয়ের ব্যবধান কমপক্ষে হতে হবে ৫০ রান। অর্থাৎ কমপক্ষে ৫০ রানের ব্যবধানে বাংলাদেশকে জয় পেতে হবে।

অপরদিকে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশ সামনে সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে পড়বে। পাকিস্তান ২৫০ রান করলে বাংলাদেশের সেই লক্ষ্য ৩৯.১ ওভারের ভেতর তাড়া করতে হবে। ২০১ রালের লক্ষ্য হলে ৩৮.৩ ওভারের ভেতর জিততে হবে। আর যদি বোলারদের দাপটে প্রতিপক্ষকে ১৫০ রানে আটকে দিতে পারলে, ৩৮.২ ওভারের ভেতর ম্যাচ জিততে হবে।

আরও পড়ুন: অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ; যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More