গাড়ি চালাতে না জানলেও, বাড়তি টাকা দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে এমন দুর্নীতির কথা স্বীকার করেন সেখানকার আর্কাইভ বিভাগের এক কর্মচারী।
এছাড়াও বিআরটিএ কর্মচারী, আনসার ও বাইরের দালালদের মধ্যে এখানে গড়ে উঠেছে একটি চক্র।
দীর্ঘদিন ধরে চলে আসা অনেক অভিযোগের মাঝে ছদ্মবেশে বিআরটিএ–তে অভিযানে দুদক কর্মকর্তারা। কাজ করিয়ে দেয়ার শর্তে বাড়তি টাকা দাবি করায় হাতেনাতে এক দালালকে ধরে ফেলেন তারা।
এখানে মিলল অবৈধ লেনদেনে জড়িত এক আনসার সদস্য আর আর্কাইভ বিভাগে কর্মরত এক ব্যক্তির খোঁজ।
দুদকের অভিযানে আটককৃতদের নিয়ে যাওয়া হয় বিআরটিএ‘র উর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে। সেখানে মেলে আরও অপরাধের স্বীকারোক্তি। বিআরটিএ এর কর্মকর্তাদের দাবি, সকল অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন তারা।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স সংশোধনের জন্য ভুক্তভোগী শ্রমিকদের মানববন্ধন
আল / দীপ্ত সংবাদ