বিদেশি চাহিদা কমে যাওয়ায় লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে, সাতক্ষীরার কলরোয়ার অন্তত ৩০টি টালি কারখানা। বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন, এই শিল্পের সাথে জড়িতরা।
সাতক্ষীরার মুরারীকাটি পালপাড়া, শ্রীপতিপুর, শ্রীরামকাটি ও মির্জাপুরে গেলেই চোখে পড়বে এসব টালি। উন্নত দোঁআশ মাটি দিয়ে তৈরি এই টালির জনপ্রিয়তা, দেশের গন্ডি ছাড়িয়েছে অনেক আগেই।
ফ্লোর টাইলস, রূপ টাইলস ও ওয়াল টাইলসসহ ৫০টি ডিজাইনের টালি এক সময় রপ্তানি হতো ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে। অঞ্চলটি ‘ইটালি নগর‘ নামেও পরিচিতি লাভ করে।
কিন্ত করোনার সময় ধস নামে এই শিল্পে। বিদেশের বাজারে হঠাৎ কমতে থাকে টালির চাহিদা ও দাম। ফলে বন্ধ হয়ে যায় এসব এলাকার অর্ধেকের বেশি কারখানা। বর্তমানে মানবেতর জীবন যাপন করছে, এই শিল্পের সাথে জড়িত প্রায় আড়াই হাজার শ্রমিক। অনেকে বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তন করতে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোশকতা পেলে আবারও ঘুড়ে দাঁড়াবে এই শিল্প।
স্থানীয়রা জানান, ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫০টির বেশি টালি কারখানা গড়ে উঠেছিলো এই অঞ্চলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় শিশু সন্তানকে জ্বালিয়ে দিল বাবা
এসএ/দীপ্ত নিউজ