মিয়ানমারের রাখাইনে পরিস্থিতি যতই খারাপ হোক না কেনো, বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না বলে সাফ জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেন ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তারা। পরে গণমাধ্যমে জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ।
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বীরেন্দ্র শর্মা বলেন, আমরা উন্নয়ন অংশীদার হিসেবে অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকতে চাই। একটি অভিন্ন ভবিষ্যতের জন্য অংশীজন হতে কাজ করবো আমরা।
আর ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পল স্কালি বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশী উৎদোক্তারা বেশ ভালো কাজ করছে। বাঙালি ব্যবসায়ী কমিউনিটির সাথে যোগ দিয়ে আমরা দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবো।
পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আলোচনার অন্যতম বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সমস্যায় রয়েছে। তাই, আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেবে না সরকার। দেশটির উত্তেজনাকর পরিস্থিতির কারণে মিয়ানমার সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি।
গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা উল্লেখ কোরে, আন্তর্জাতিক আদালতের রায়কে সমর্থন জানান পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: তারেককে দেশে এনে রায় কার্যকর করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ