নতুন নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বিএনপি কালো পতাকা মিছিল করবে বলে জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে কালো পতাকা মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি সরকারের পতন ঘটাতে চায়, এটা বিএনপির প্রতিশ্রুতি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নয়, দুর্নীতি লুটপাট অব্যাহত রাখার জন্য সরকার এই নির্বাচন করেছে।
তিনি দাবি করেন আ.লীগ জনগণের ভোটে নয়, চীন, ভারত ও রাশিয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য বিএনপি রাজপথে আছে। সরকার কালো পতাকার কালো আঁধারে নিশ্চিহ্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের উধর্বগতিসহ সরকার পদত্যাগের দাবিতে, শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করে বিএনপি। এটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, আরামবাগ হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: দলীয় সরকারের অধীনে উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি
এসএ/দীপ্ত নিউজ