চলতি আসরের প্রথম ম্যাচে রংপুরকে হারালেও পরের তিন ম্যাচেই হারের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল।
শনিবার (২৭ জানুয়ারি) সিলেট পর্বে বিপিএলের ১১তম ম্যাচে ১০ রানে হেরেছে বরিশাল।
সিলেট পর্বে ব্যাট হাতে চট্টগ্রামের শুরুটা দারুন হলেও দলীয় ১২ রানেই হয় ছন্দপতন। ক্যাচের ফাঁদে পড়েন তানজিদ তামিম। এরপর আভিষ্কা আর শাহাদাতের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় চট্টগ্রামের ছেলেরা। তবে ব্যক্তিগত ৩১ রানে বোল্ড হন শাহাদাত। শেষ পর্যন্ত আভিষ্কার ৫০ বলে ৯১ রান আর ক্যামফারের ৯ বলে ২৯ রানের তান্ডবে, ৪ উইকেটে ১৯৩ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
অন্যদিকে, বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন ওপেনার তামিম ইকবাল ও পাকিস্তানি তারকা ব্যাটার আহমেদ শেহজাদ।
তাদের উদ্ধোধনী জুটিতে আসে ৫৫ রান। ১৭ বলে ৩৯ রান করে শেহজাদ ফিরে যাবার পর, ৩৩ রানে সাজঘরে পা বাড়ান তামিম। মাহমুদউল্লাহ–শামীমরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত মুশফিকের ২৩ আর মিরাজের ৩৫ রানে ভর করে, ৭ উইকেটে ১৮৩ রানে থামে বরিশালের ইনিংস।
জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচে হারল বরিশাল। অন্যদিকে চার ম্যাচের মধ্যে তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
আরও পড়ুন: রংপুরকে হারিয়ে খুলনার জয়ের হ্যাটট্রিক
এসএ/দীপ্ত নিউজ