বিপিএলের ১২তম ম্যাচে সিলেটে ফরচুন বরিশালকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল অধিনায়ক তামিম। ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায়।
সিলেট পর্বে ব্যাট হাতে চট্টগ্রামের শুরুটা দারুন হলেও দলীয় ১২ রানেই হয় ছন্দপতন। চমতকার এক ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফিরেন তামিম। ব্যাট হাতে ব্যর্থ ইমরান। এরপর আভিষ্কা আর শাহাদাতের ৭০ রানের জুটিতে ঘুরে দাড়ায় চট্টগ্রামের ছেলেরা। এরপরই হয় ছন্দপতন। ব্যক্তিগত ৩১ রানে বোল্ড হন শাহাদাত। তবে একপাশে থেকে ঝড়ো ইনিংসে নিজের অর্ধশত পূরন করেন আভিষ্কা। তার ৫০ বলে ৯১ রান আর ক্যামফারের ৯ বলে ২৯ রানের তান্ডবে বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইয়ানিক ক্যারিয়াহ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে ও কামরুল ইসলাম রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল–আমিন হোসেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
এসএ/দীপ্ত নিউজ