গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত– আইসিজে।
গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ চেয়ে, দায়ের করা মামলায় আজ শুক্রবার এই নির্দেশ দিয়েছে হেগের এই আদালত। গাজার বাসিন্দাদের গণহত্যা থেকে সুরক্ষায় সব ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেন বিচারকেরা।
জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা হলো– আইসিজে। এই আদালতের রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর তেমন শক্তি প্রয়োগ করা সম্ভব হয় না।
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করে।
আরও পড়ুন: গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
এসএ/দীপ্ত নিউজ