অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে, সুপার সিক্সও নিশ্চিত করলে রাব্বির দল।
শুক্রবার (২৬ জানুয়ারি) সাউথ আফ্রিকার ব্লুমফন্টেইনে, বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।
অধিনায়ক রাব্বি শিকার করেন চারটি উইকেট। এ ছাড়া আরিফুল, রাফি, ইমন ও জীবন নেন একটি করে উইকেট। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন যুক্তরাষ্ট্রের ওপেনার প্রণব চেট্টিপালায়ম।
এরআগে, টস হেরে ব্যাট করে ৯৪ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখায়, আরিফুল–আহরার আমিনের ১২২ রানের জুটি। ব্যক্তিগত ৪৪ রানে আহরার সাজঘরে ফিরলেও, যুব বিশ্বকাপের নিজের চতুর্থ শতক তুলেন নেন আরিফুল। ১০৩ বলে ১০৩ রান করে গার্গের শিকার হন এই ব্যাটার।
আরও পড়ুন: রংপুরকে হারিয়ে খুলনার জয়ের হ্যাটট্রিক
এসএ/দীপ্ত নিউজ