বিপিএলের সিলেট পর্বে আজ শনিবার মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স।
দেশি–বিদেশি তারকায় ঠাসা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে আসর শুরু করা দলটিতে রয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, ম্যাক্স ও‘ডাউড, কার্টিস ক্যাম্ফারের মতো তারকারা। দু‘দিন আগেই বিগ ব্যাশে ট্রফি জেতা ব্রিসবেন হিটের ব্যাটার জশ ব্রাউনকে দল ভিড়িয়েছে তারা। ঢাকার পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে জয় চট্টগ্রামের। পয়েন্ট টেবিলেও রয়েছে দুই নম্বরে।
অন্যদিকে তামিম–মাহমুদউল্লাহ–মুশফিকদের নিয়ে গড়া ফরচুন বরিশালের ভাগ্যটা এখনও সুপ্রসন্ন হয়নি। প্রথম ৩ ম্যাচে তাদের জয় একটিতে। অবশ্য টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মুশি। মাহমুদউল্লাহও খেলছেন দারুণ। বিদেশি ক্রিকেটার শোয়েব মালিক, দীনেশ চান্ডিমাল, আব্বাস আফ্রিদি, আমিররা নিজেদের সেরাটা দিতে পারলে, বাকি ৩ ম্যাচে জয়ের আশা করতেই পারে বরিশাল।
অন্যদিকে, ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে একটি কোরে জয় ও পরাজয় দুর্দান্ত ঢাকার। স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া দলে, পেস বোলিং বিভাগের মূল অস্ত্র তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। সাথে আছেন মোসাদ্দেক হোসেন, নাঈম ইসলাম ও সাইফ হাসান। আর বিদেশি তারকা বলতে লঙ্কান সাদিরা সামারাভিক্রমা এবং দুই পাকিস্তানি সাইম আইয়ুব ও উসমান কাদির।
প্রতিপক্ষ রংপুরের ব্যাটিং অর্ডারও অনেকাংশেই দেশি ক্রিকেটার নির্ভর। রনি তালুকদার গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেও, এবার তার উইলো নিশ্চুপ। ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের সময়টাও। বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গারা এখনও তাদের সেরাটা দিতে পারেনি। ৩ ম্যাচ খেলে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে রাইডার্স।
আরও পড়ুন: রংপুরকে হারিয়ে খুলনার জয়ের হ্যাটট্রিক
এসএ/দীপ্ত নিউজ