জামালপুর পৌর শহরের প্রায় সব সড়কের বেহাল দশা। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ছোট বড় খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
প্রায় দেড়শো বছরের পুরনো জামালপুর শহরকে ১৯৯৩ সালে প্রথম শ্রেনীর পৌরসভায় উন্নীত করা হয়। তবে নাগরিক সুযোগ সুবিধা তেমন বাড়েনি। পৌর শহরের বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এরমধ্যে ডাকপাড়া, বেলিটিয়া ও মাছিমপুরের সড়কগুলো চলাচলের অনুপযোগী। সড়কগুলোর বেশীভাগ অংশই খানা খন্দে ভরা।
বর্ষাকালে পানি ও কাদা, আর গ্রীষ্মকালে ধুলোবালি। পৌরশহরের প্রায় ৩০ কিলোমিটার সড়কে সংস্কারকাজ না করায় জনদুর্ভোগ বেড়েছে। আর যানজট নিত্যদিনের চিত্র। পৌরসভার কর্মকর্তারা জানান, সড়কগুলো সংস্কারে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।
অবিলম্বে সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের।