শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

সোনার বাংলাদেশ গড়তে নীতি-নৈতিকতা ছড়িয়ে দিতে হবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সোনার বাংলাদেশ গড়তে সর্বত্র নীতি ও নৈতিকতা ছড়িয়ে দিতে হবে। এমন একটি প্রজন্ম দরকার যারা নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ, যারা যুক্তি দিয়ে চিন্তা করে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ১৩তম নৈতিকতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

অনুষ্ঠানে জাতীয় ভাবে নৈতিকতা দিবস ঘোষণার দাবি জানিয়েছে এথিকস ক্লাব বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক জামালউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম এম আকাশ এবং ঢাকা মেডিকেলের উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল হানিফ।

অনুষ্ঠানে রাজধানীর প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়। অনলাইনে যুক্ত হয়ে শপথ পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ও পরিবেশকর্মী কাজী খলীকুজ্জমান আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, এমন একটি প্রজন্ম দরকার যারা নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ, যারা যুক্তি দিয়ে চিন্তা করে। সমাজকে বদলাতে হলে নিজেকে বদলাতে হবে।

ঢাকা মেডিকেলের উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল হানিফ বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালো রাখতে হবে। একজন মানুষ যা চায় তা করতে পারে সে জন্য আত্মবিশ্বাসী হতে হবে।

এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি ও প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম বলেন, আমরা ১৩ বছর ধরে নিজেদের উদ্যোগে নৈতিকতা দিবস পালন করে আসছি। সারা দেশে ২০০টিরও বেশি এথিকস ক্লাব রয়েছে। আমরা ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় নৈতিকতা দিবসের দাবি জানিয়ে আসছি আজ আবারও সেই দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০০৮ সালে এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিগণের অংশগ্রহণে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ‘নৈতিকতা দিবসপালন করে আসছে।

আরও পড়ুন: কোকাকোলায় প্রথম বাংলাদেশি নারী এমডি জুউন নাহার

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More