পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা ভার্চুয়াল মার্কেটের দিকে ঝুঁকছে। ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এক তৃতীয়াংশ পোশাক কিনবে এই মাধ্যমে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে বিজিএমই‘এ এ তথ্য তুলে ধরেছে। এই প্ল্যাটফর্মে বাড়তি দামও পাবে বিক্রেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। অর্থ ও সময় বাঁচাতে আন্তর্জাতিক পোশাক ক্রেতারাও এতে ঝুঁকছে।
ভার্চুয়াল মার্কেট নিয়ে বৃহস্পতিবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানি কারকদের সংগঠন বিজিএমইএ। এতে উঠে এসেছে ২০২২ সালে বিশ্বে পোশাক বিক্রির শতকরা ১৮ ভাগ হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।
বিজিএমইএ সভাপতি ফারুক হোসেন বলেন, বেশির ভাগ বিদেশি ক্রেতা সরাসরি উৎপাদকদের সাথে যোগাযোগ করতে না পারার কারণে, উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। ভার্চুয়াল মার্কেটের ধারণার সুফল পেতে সরকারের নীতি সমর্থন দরকার।
আরও পড়ুন: ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
এসএ/দীপ্ত নিউজ