জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনে, রাজধানীর ১০ থানার অনেক নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। এই সংখ্যা ৬৭১ বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দলটির ঢাকা মহানগর উত্তরের বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে, গণপদত্যাগ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে মোহাম্মদপুর, আদাবর, শেরে–ই–বাংলা, হাতিরঝিল, পল্লবী, মিরপুর, বাড্ডা, রূপনগর, দারুস সালাম ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীরা অংশ নেন। এসময় অনেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
পরে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা দাবি করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির জন্য চেয়ারম্যান ও মহাসচিব দায়ী। অন্য নেতারা অভিযোগ করেন, ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংসদে বিরোধী দল জাতীয় পার্টি
এসএ/দীপ্ত নিউজ