প্রাথমিক বিদ্যালয়ে ”মিড ডে মিল” হিসেবে খিচুরির পরিবর্তে দুধ–ডিম–কলা–রুটি ও ফল দেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী। একেকদিন একেক রকম খাবার খেলে, দারিদ্র্যের শিকার শিশুরা পর্যাপ্ত পুষ্টি পাবে। এমন মত পুষ্টিবিদ ও সংশ্লিষ্টদের।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতের মাধ্যমে, তাদের সুস্বাস্থ্যের ওপর জোর দিয়ে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ”মিড ডে‘ মিল” চালু করে সরকার।
এর আওতায় দেশে উৎপাদিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দেওয়া হচ্ছে। আর তা পাচ্ছে ৬৪ জেলার ২০ হাজার বিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী। এক পর্যায়ে খিচুরি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে– দুধ–ডিম–কলা–পাউরুটি ও দেশি মৌসুমি ফল দেওয়ার।
খিচুরির পরিবর্তে দুধ–ডিম–কলা–রুটি–ফল খেলে, শিক্ষার্থীরা প্রয়োজনীয় পুষ্টি পাবে, এমনটাই মনে করেন পুষ্টিবিদরা।
আর কিছু অসুবিধার কারণে খিচুরি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে, এমনটাই বলছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
আরও পড়ুন: ২৮৫ প্রতিবন্ধীকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের নির্দেশ
এসএ/দীপ্ত নিউজ