জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার (২৪ জানুয়ারি) অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত ঢাকার একটি হোটেলে নবম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পানি, নদী এবং জলবায়ু পরিবর্তন: সহিষ্ণুতার ক্ষেত্র নির্মাণ‘ এই প্রতিপাদ্যে চলছে দুই দিনব্যাপী নবম আন্তর্জাতিক পানি সম্মেলন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় তহবিল গঠনের ঘোষণা
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিপূরণে, ৫৫টি দেশের জন্য দরকার ৫২৫ বিলিয়ন ডলার। অথচ মাত্র ৮শ মিলিয়ন ডলার পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ উচ্চ ঝুঁকি থাকায়, নতুন প্রজন্মকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের ফলে পানির সমস্যা দিন দিন বাড়ছে। সমধানের পথ বের করা বর্তমানে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
ভুক্তভোগীরা ঠিকঠাক ক্ষতিপূরণ পাচ্ছে কি না, সেটি নিশ্চিত করতে সংশিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে: ঢাবি উপাচার্য
এসএ/দীপ্ত নিউজ