ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অনেকটা গোপনীয়তার সাথে যশোরের শার্শা শিকারপো সীমান্তে এ লাশ হস্তান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির পক্ষে মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহটি গ্রহণ করেন ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল। এসময় বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিজিবির বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ কারলেও কেউ ফোন ধরেননি।
এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে বিজিবি’র ওই সিপাহী নিহত হন। এ ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিবি কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদলিপি পাঠায়।
একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি জানায় বিজিবি। বিজিবির পক্ষ থেকে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
জুবায়ের/ আল / দীপ্ত সংবাদ