জীবিতকে মৃত দেখিয়ে তার ‘বয়স্ক ভাতার কার্ড‘ বাতিল করে যোগ করা হয়েছে অন্য আরেকজনের নাম। যিনি এক বছর ধরে ভাতাও পাচ্ছেন। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। এই অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জীবিত হয়েও সরকারি কাগজে তিনি মৃত! ৯২ বছর বয়সী এই মানুষটির নাম সামসুন নাহার।
নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউনিয়নের বাসিন্দা সামসুন নাহার, স্বামীর মৃত্যুর পর প্রায় ২৫ বছর ধরে সরকারের দেয়া বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। হঠাৎ কোরেই গত এক বছর ধরে তিনি ভাতার টাকা পান না। কারণ, সরকারি কাগজে তিনি এখন মৃত। অথচ তার পরিবর্তে ভাতা পাচ্ছেন একই নামের আরেক নারী।
অনুসন্ধানে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে সামসুন নাহারকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বাতিল করা হয়।
সরকারের দেয়া বয়স্ক ভাতা নিয়ে এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনা তদন্তে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। খোঁজা হচ্ছে দোষীদের।
বয়স্ক ভাতা বন্ধের পর থেকে মানবেতর জীবনযাপন করছেন সামসুন নাহার। পরিবার ও স্থানীয়দের দাবী, দ্রুত সচল করা হোক তার বয়স্ক ভাতার কার্ড।
আল / দীপ্ত সংবাদ