অবশেষে পিতার হাতে তুলে দেয়া হলো শিশু বায়েজিদকে। এরআগে, গত শনিবার মানসিক ভারসাম্যহীম মা তার সন্তানকে ফেলে যায় রাস্তার উপর। যা নিয়ে সংবাদ প্রচার করে দীপ্ত টেলিভিশন। এরপর শিশুটি ফিরে পায় পিতার কোল।
মাত্র ৭ মাসের শিশু বায়েজিদ। এরইমধ্যে জীবনের কঠিন সময় পার করে ফেলেছে শিশুটি। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে শিশুটিকে রাজধানীর শনিরআখড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে যায় শিশুটির মা।
শিশু বায়েজিদের কান্না শুনে এগিয়ে আসে এলাকাবাসী। তারা হাসপাতালটির আয়া রাশিদার কাছে শিশুটিকে রেখে যান। খবর পেয়ে শিশুটির পিতা রবিবার রাতেই সন্তানকে নিতে আসেন। পরে সোমবার পুলিশের সহযোগিতায় আদালতের মাধ্যমে পিতার কাছে তুলে দেওয়া হয় শিশু বায়জিদকে।
শিশুটির পিতা জানান, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। ঘটনার দিন সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসা থেকে বেরিয়ে পড়েন। এরপর আর তার খোঁজ মেলেনি।
চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে দীপ্ত টেলিভিশন। এরপরই প্রশাসনের সহযোগিতায় পিতার হাতে তুলে দেয়া হয় পুত্রকে।
আল / দীপ্ত সংবাদ