বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং আগামী ৪৮ঘন্টার মধ্যে জামিনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের রাস্তার দুই পাশে এক কিলোমিটার লম্বা লাইন দিয়ে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনিয়র আওয়ামীলীগ ও হাজার হাজার নারী পুরুষরা।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বামনা উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, রামনা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম জোমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চৌধূরী কামরুজ্জামান ছগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ–সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, মিজানুর রহমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে। বক্তারা আগামী ২৫ তারিখের মধ্যে জামিনের দাবী জানান বিক্ষোভকারীরা।
একটি ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্লিনিকের কতৃপকক্ষ হিসেবে মিজানুর রহমানকে ৩ নাম্বার আসামী করে মামলা দিয়েছে ভুক্তভোগী পরিবার। সেই মামলায় তাকে গত ২১ তারিখে জেল হাজতে প্রেরন করেছে আদালত। ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সাধারন জনগনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে।
শাহ্/ আল / দীপ্ত সংবাদ