অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টস জিতে ফিল্ডিং করতে নেমে বল হাতে ভালোই দাপট দেখাচ্ছে যুবা টাইগাররা। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৩ রান।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং আসরের অন্যতম ফেবারিট টিম ইন্ডিয়া। ১৫ আসরের মধ্যে পাঁচবারই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে তারা।
আরও পড়ুন: টি–টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশের জন্য অবশ্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে মেন ইন ব্লুদের বিপক্ষে সবশেষ ম্যাচ। দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের এ দলটাকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি হলেও তাই সে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে মাহফুজুর রহমান রাব্বির দল।
বাংলাদেশ একাদশ:
আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ জীবন, মোঃ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বরসন।
আরও পড়ুন: ফুটবল–ক্রিকেট উভয় বিশ্বকাপেই খেলেছেন যিনি
এসএ/দীপ্ত নিউজ