অবশেষে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। উদ্বোধনী ম্যাচে এখন দুরন্ত ঢাকার বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। খেলা শুরুটা দেখেশুনে ভালভাবেই করেন কুমিল্লার দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। যদিও দলীয় ২৩ রানে ভাঙে জুটি। ব্যক্তিগত ১৩ রানে আউট হন লিটন।
আরও পড়ুন: পুরোপুরি ফিট তামিম; খেলবেন বিপিএলে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।
উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের।
আরও পড়ুন: বিপিএলের লভ্যাংশ ভাগাভাগি করবে না বিসিবি
এসএ/দীপ্ত নিউজ