বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জ জেলা জজ আদালতে ভার্চুয়াল কোর্ট উদ্বোধন

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

সিরাজগঞ্জ জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় পৃথক একটি এজলাসে পূর্ণাঙ্গ ভার্চুয়াল কোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারী) সকালে ভার্চুয়াল কোর্ট উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত এবং দেশের মধ্যে দূরবর্তী জায়গায় অবস্থিত সাক্ষীগণ ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এর বিজ্ঞ বিচারক শেখ মো. নাসিরুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এর বিজ্ঞ বিচারক বেগম সালমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাশেদ তালুকদার সহ আদালতের অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কায়সার আহমেদ লিটন।

এ সময় জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির বলেন, আদালতে ভার্চুয়াল উপস্থিতি প্রয়োজন এমন কোন ব্যক্তি যখন এমন কোন দূরবর্তী প্রান্তে থাকে যেখানে অডিওভিডিও কনফারেন্সিং এর সুবিধাগুলি অনুপস্থিত, তখন সংশিষ্ট আদালত দূরবর্তী প্রান্তের স্থানীয় এখতিয়ার সম্পন্ন জেলা জজ কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবেন নিকটবর্তী এর উপযুক্ত স্থান থেকে একটি অডিওভিডিও কনফারেন্সিং সুবিধা প্রদানের ব্যবস্থা করার জন্য।

তখন আদালত প্রান্ত এবং দূরবর্তী প্রান্ত উভয় প্রান্তের সমন্বয়কারীরা নিশ্চিত করবেন যে অডিওভিডিও কনফারেন্সিং এর সময়ে দফা ৩ এ উল্লেখিত সুবিধা সমূহ পাওয়া যাবে। এতে করে মামলার জটিলতা অনেকটাই কমে যাবে। বিচার প্রার্থী দ্রুত বিচার পাবে।

 

সিরাজুল/ আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More