নির্বাচনে টানা চতুর্থবারের মত জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
একইসাথে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইইউ।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক প্রবেশদ্বার সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য শক্তি ও পরিবহন খাতে বাংলাদেশ বর্তমানে যে সহযোগিতা পাচ্ছে ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেয়ার কথাও জানান ইইউ রাষ্ট্রদূত।
ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের চলমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/দীপ্ত নিউজ