৩৩
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে, তা রাখা হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
দলের শীর্ষ চার নেতার বহিষ্কার প্রসঙ্গে দলটির মহাসচিব জানান, বেশি অভিজ্ঞ লোক থাকলে অনেকে সময় নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হয়। জাতীয় পার্টির ক্ষেত্রেও সেটাই হয়েছিল। এজন্য চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান চুন্নু।
তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাবার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। এবার আর ছাড় দেওয়া হবে না, সংসদে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেন তারা।
আল / দীপ্ত সংবাদ