বিপিএলকে একটি টেকসই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, লভ্যাংশ ভাগাভাগির নীতিতে বিশ্বাসী নয় বিসিবি। বুধবার (১৭ জানুয়ারি) টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে একথা জানান বোর্ডের প্রধান নির্বাহী। সেই সাথে বিসিবি আর ফ্রাঞ্চাইজিগুলোর সীমাবদ্ধতার কথাও জানান তিনি।
শুক্রবার শুরু হচ্ছে দেশের বিপিএলের দশম সংস্করণ। আর বুধবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশের মাধ্যমে। অথচ টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা শোনালেন পেশাদারিত্বের কথা।
এদিকে, বিসিবির সাথে ফ্র্যাঞ্চাইজি লিগের রাজস্ব বণ্টন না হলে, বিপিএলে অংশ না নেওয়ার কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। তবে এই বিষয়ে, এখনই কোনো সমাধান করা সম্ভব নয় বলে জানান বোর্ডের এই কর্তা।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে না কোনো চমক। কারণ হিসেবে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের মন্তব্য, সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন তারা।
বিপিএলের দশম আসরে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট–এই তিন ভেন্যু মিলিয়ে ৪৩ দিনে হবে মোট ৪৬টি ম্যাচ।
আল / দীপ্ত সংবাদ