আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএলের দশম আসরের। টি টোয়েন্টির এই আয়োজনকে ঘিরে ক্রিকেট সমর্থকদের মাঝে বয়ে যায় উন্মাদনার জোয়ার। সেই জোয়ারকেই যেন এবার নতুন রূপ দেয়ার অপেক্ষায় বাংলাদেশি কোচরা। কারণ এবারের আসরে প্রথমবারের মতো সবগুলো ফ্রেঞ্চাইজির প্রধান কোচ বাংলাদেশি।
বিপিএলে চ্যাম্পিয়ন হতে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল গড়ায় যেমন বিদেশিদের প্রধান্য দেয়, তেমনি থাকে নামি বিদেশি কোচ। গেল নয় আসরেও দেখা গেছে এই ধারা। তবে এবার ঘটেছে এর উল্টোটা। সাত ফ্র্যাঞ্চাইজির ডাগআউটেই প্রথমবারের মতো দেখা যাবে স্থানীয় কোচদের।
পেছনের কারণটা অবশ্য অনেকটাই পরিষ্কার। আগের নয়টি আসরে, ৬ চ্যাম্পিয়নের নেতৃত্বেই ছিলেন দেশি কোচরা। যেখানে মোহাম্মদ সালাউদ্দীন একাই কুমিল্লাকে জেতান চারটি শিরোপা। এবারও কুমিল্লার ছক কষার দায়িত্ব থাকছে তারই হাতে। বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স এবারও আস্থা রেখেছে সাবেক ক্রিকেটার রাজিন সালেহর ওপর।
ঢাকা ডমিনেটর্সের প্রধান কোচ বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তার হাত ধরেও এসেছে ঢাকার একটি শিরোপা।
সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের ডাগআউটে ফের দেখা যাবে সোহেল ইসলামকে। আর তামিমের ফরচুন বরিশালের প্রধান কোচ হিসেবে আছেন মিজানুর রহমান বাবুল।
বিপিএলে কোচের ভূমিকায় অভিষেক হচ্ছে, দেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ তুষার ইমরান ও তালহা জুবায়েরের। চট্টগ্রামের হেড কোচের নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। আর খুলনা টাইগার্সের প্রধান কোচ জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের।
বিপিএলে সাফল্য পেলেও জাতীয় দলে এখনও উপেক্ষিত দেশিয় কোচরা।
এসএ/দীপ্ত নিউজ