শারীরিক প্রতিবন্ধী ২৮৫ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় এ রায় যুগান্তকারী বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এদের কেউ দৃষ্টি প্রতিবন্ধী, আবার কেউ অন্য কোনভাবে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধিতা তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। অনেকেই নিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা।
লেখাপড়া শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ২০২০ সালে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ দেয়া হয়নি প্রতিবন্ধী হওয়ায়। চাকরি না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন। রিট গ্রহণ করে রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রায় ঘোষনা করে।
রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভােগিরা। ভুক্তভোগীদের আশা, অবিলম্বে তাদের নিয়োগ কার্যকর হবে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
আল / দীপ্ত সংবাদ