জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি সেভেন থেকে দুটি খাতে বাংলাদেশ ২৯ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, অর্থায়নে গুরুত্ব প্রদান করে সম্মেলনে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা উপস্থাপন করে।
মিশরের শার্ম আল-শেখে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি সেভেন অনুষ্ঠিত হয় ৬ থেকে ২০ নভেম্বর। এতে ১১০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যরা জানান, কপ-টোয়েন্টি সেভেন সম্মেলনে স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে বাংলাদেশ। যার কারণে শিল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও তৎপর হবে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশে কার্বন নিঃসরণের হার খুবই কম। এরপরও যা আছে, তার থেকে ২০ ভাগ কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পরিবেশ ও বায়ু দুষন রোধে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বিভিন্নভাবে অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।