পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
গোপালগঞ্জে দুদিনের সফরের প্রথম দিন বিকালে টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি জানান, দেশবাসীর জীবনমান উন্নত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগ সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন দ্রুত বসবে। নতুন সরকার যত দ্রুত কাজ করবো, নির্বাচন বর্জনকারীদের জ্বালা তত বাড়বে।
এরআগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি স্থলে যান বঙ্গবন্ধু কন্যা। প্রথমে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর, ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সফরের দ্বিতীয় দিন কোটালীপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/দীপ্ত নিউজ