আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব মো. নায়েব আলী মণ্ডল।
তিনি বলেন, রাতে বাংলাদেশের আকাশসীমায় কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই
রবিবার (১৪ জানুয়ারি) থকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি ২৬ রজব বা শবে মেরাজের রাত পড়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম–সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব মো. কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।
লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। এ উপলক্ষে আগে–পরের দিন অনেকে নফল রোজাও রাখেন। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি থাকে।
এসএ/দীপ্ত নিউজ