ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক পরিসরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দেয়া বিবৃতি উদ্বৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদেশি জাহাজ লক্ষ্য করে ইরান সমর্থিত হুথিদের রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা কমাতে এই হামলা চালানো হয়।
হুথি ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে সংঘাত এড়িয়ে সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে সৌদি আরব।
এদিকে, হামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ করেছে যুদ্ধবিরোধীরা। বিক্ষোভকারীরা টাইমস স্কয়ারে একত্রিত হন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে। নতুন করে এ হামলা বন্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান চেয়ে নানা ধরণের বক্তব্য লেখা ছিল প্ল্যাকার্ডগুলোয়।
এসএ/দীপ্ত নিউজ