দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে চীন সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মাও নিং বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে একে অপরের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন।
তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বেইজিং। চীন সরকার বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে।
এর আগে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচনে আবার জয়ী হওয়ায় অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় রাষ্ট্রদূত দেশটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
এসএ/দীপ্ত নিউজ