সংসদ নির্বাচনে জয়লাভের পরদিনই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুরের ইনডোর স্টেডিয়ামে যান সাকিব। কোচ নাজমুল আবেদিন ফাহিম, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইনের সাথে কথা বলে তিনি।
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। নিজেকে প্রস্তুত করতে মাঠে নামেন তিনি। এসময় মাঠকর্মীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন এই অলরাউন্ডার। মাগুরা–২ আসনে থেকে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন সাকিব।
মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেন সাকিব। পরবর্তীতে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে প্রস্তুতি লাগবে, প্রায় আড়াই মাসের মতো মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি। তাই স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে সেই কারণেই সময় নষ্ট করতে পারিনি।’
তবে এখনই অনুশীলন শুরু করলেও, পুরো ফিটনেস ফিরে পেতে কিছুদিন সময় লাগবে বলেও জানান সাকিব, ‘ইনজুরিতে ছিলাম, তাই মিস করার চান্স ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। সুতরাং ইনজুরিতে যেহেতু ছিলাম, মিস করার সুযোগ আসেনি। অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। ইনজুরিও ছিল আঙুলে, সময় তো লাগবে বোলিংয়ে স্বাভাবিক হতে। বাট উন্নতি হচ্ছে।’
আল / দীপ্ত সংবাদ