শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে। এতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।
তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে মাঝারি ও মৃদ্যু শৈত্য প্রবাহের পর আবারও জেঁকে বসেছে শীত। কমছে রাতের ও দিনের তাপমাত্রা। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
পৌষের শেষে এসে কুড়িগ্রামে ঘন কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। দুপুর পর্যন্ত থাকছে প্রচন্ড ঠান্ডা।
নওগাঁয় উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়েছে কয়েকগুন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আল / দীপ্ত সংবাদ