দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নড়াইল–২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।
রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইলের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।
ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, খুব ভালো ভোট হচ্ছে। খুব ভালো লাগছে। আশা করছি সবাই সবার মতো করে ভোট দেবে। নারী–পুরুষ, বয়স্করাও এই ঠাণ্ডার মধ্যে ভোট দিতে আসছেন দেখে বেশি ভালো লাগছে। এখন তো সকাল, দুপুর ১২টা–১টার মধ্যে সংখ্যাটা আরও অনেক বেশি বাড়বে।’
জয়ের ব্যাপারে তার ভাষ্য, ‘মানুষ যেভাবে দেবে সেভাবেই। সবাই তো আশাবাদী।’
নড়াইল–২ আসনে মাশরাফির পাশাপাশি রয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল)
নড়াইল–২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।
এসএ/দীপ্ত নিউজ