সারাদেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে নড়াইল–২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।
বরাবরের মতই নড়াইলের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন মাশরাফি এমনটাই বলছে তার ঘনিষ্ঠজনেরা। তবে কখন তিনি ভোট দিতে আসবেন তা নিশ্চিত করে কেউ বলতে পারে নি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮০৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
মাশরাফির আসনে রয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন– বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) ।
আরও পড়ুন: হবিগঞ্জে ভোট দিলেন ব্যারিস্টার সুমন
রাজু/ আল / দীপ্ত সংবাদ