বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

বগুড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সকাল ৮টায় বগুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু হয়েছে। বগুড়া সাতটি আসনে মোট ভোটার ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন ও পুরুষ ১৪ লাখ চার হাজার ৩২১ জন। পূরুষের তুলনায় নারী ভোটার ১৯ হাজার ৭১১ জন বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন।

গত নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে দুই লাখ ৮১ হাজার ৫৫ জন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ২৫ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন। আগে কেন্দ্র ছিল ৯২৬টি। ৪৩টি বেড়ে এবার হয়েছে ৯৬৯টি।

বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রতি কেন্দ্রে ১২ জন আনসার ও দুজন পুলিশ সদস্য থাকবে। এছাড়া ১৫০টি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম, ২২ প্লাটুন বিজিবি সদস্য, সেনাবাহিনীর ২৮টি পেট্রোল টিম, ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

 

আরও পড়ুন: ভোট দিলেন প্রধানমন্ত্রী

 

আবু সাঈদ/ আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More