ফেনীতে নৌকার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে অংশ নেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে উপকমিশনার (ডেভেলপমেন্ট) জসিম উদ্দিনকে তলব করেছে আদালত। ফেনী–২ আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠা এসপি পদমর্যাদার এ পুলিশ কর্মকর্তাকে তলব করেন আদালত।
ফেনী নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন বৃহস্পতিবার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। আদেশে বলা হয়, ‘আপনি বিগত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামে নৌকার প্রার্থীর প্রচারণায় ফুলের মালা পরে অংশগ্রহণ করেছেন এবং ফুলের মালা পরিহিত অবস্থায় আপনার ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।’
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের সাঁটলিপিকার রাজিব বণিক। তিনি বলেন, ৫ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আদালতে সশরীর হাজির হয়ে কিংবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা জমা করেছেন। সে ডকুমেন্ট নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর গ্রামে প্রচারণা চালাতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। সেখানে তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীদের পাশাপাশি ফুলের মালা পরা পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিনকে দেখা গেছে। তাঁর গ্রামের বাড়িও জাহানপুর গ্রামে। নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ধরনের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সরকারি কর্মকর্তা হয়ে এভাবে কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে তৎপর ইসি
আবদুল্লাহ মামুন / আল / দীপ্ত সংবাদ