সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। এর প্রভাব পড়ছে জনজীবনে। উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।
তেতুঁলিয়ায় আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। সেখানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকাল ৯ টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে ছিন্নমুল, অতিদরিদ্র ও শ্রমজীবী মানুষ।
দক্ষিণের এলাকা পটুয়াখালীতেও বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেড লাইট চালু রেখে চলছে যানবাহন।
এসএ/দীপ্ত নিউজ