লালমনিরহাটের বাজারে শুরু হয়েছে শীতের আগাম সবজি বেচাবিক্রি। তবে, উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কায় অনেক কৃষক। কৃষি বিভাগ বলছে, যারা এখন সবজি বাজারে তুলছেন, তারা ভালো দাম পাচ্ছেন।
এবারও লালমনিরহাটের পাঁচ উপজেলাতেই বাণিজ্যিকভাবে চাষ হয়েছে শীতের আগাম সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে হরেক পদের এসব সবজি পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জায়গায়। ফুলকপি এবং বাঁধাকপি চাষে বেশি বিনিয়োগ ও শ্রম দিতে হয় কৃষকদের। এ বছর উপকরণের দাম বাড়ায়, এর প্রভাব পড়েছে উৎপাদন খরচে। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় আছেন অনেকে।
যদিও কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এবছর এখনও শীতের আগাম সবজির ভালো দাম বাজারে। লালমনিরহাটের ছয় হাজার পাঁচশ হেক্টর জমি, শীতের আগাম সবজির জন্য ঠিক করা হয়েছে এবছর।