যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ইমামের নাম হাসান শরিফ।
এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া কী কারণে ইমামকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নিহত হাসান শরীফ লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন বলেছেন, ‘হাসান শরীফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’
এএফপি বলছে, ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামবিদ্বেষ এবং ইহুদি–বিরোধী হামলা বেড়েছে।
এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি।
এসএ/দীপ্ত নিউজ