দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল–১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী টানা তিন বারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় কালিয়া উপজেলার আওয়ামী লীগের আয়োজনে ঐতিহ্যবাহী চাঁচুড়ি বাবুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় কবিরুল হক মুক্তি বলেন, আমরা বিএনপি জামায়াতের জোট সরকারের আমলে দেখেছি সরকারের প্যারালাল আরেকটি ভবন করে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে৷ লন্ডনে বসে আয়েশি জীবন–যাপন করছে তারেক জিয়া। আর সেখান থেকে বসে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সুবিধা নিয়ে জামায়াত–বিএনপির বিভ্রান্ত কিছু নেতাকর্মীদের হাতে গান পাউডার, অস্ত্র ও বোমা তুলে দিচ্ছে। তারা ষড়যন্ত্র করছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। জনপ্রিয় প্রার্থীদের হত্যা করার নীল নকশা করছে।
তিনি আরও বলেন, আমি সেইসব জামায়াত–বিএনপির ভাইদের প্রশ্ন করতে চাই৷ আপনারা ট্রেনে গান পাউডার দিয়ে ৫ বছরের শিশুসহ তা মাকে জ্বলন্ত পুড়িয়ে মারলেন। চারজন মানুষকে পুড়িয়ে মারলেন। আপনি ট্রেনের লাইন উপড়ে ফেলছেন, বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন, পুলশিকে সাপের মত পিটিয়ে মারছেন কিসের জন্য? একটক রাজনৈতিক দলের নূন্যতম গণতান্ত্রিক চিন্তা চেতনা থেকে থাকে, মানুষের প্রতি দরদ ,ভালোবাসা, মমত্ববোধ থেকে থাকে তাহলে কি কোন মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মারা যায়?
কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুভাষ চন্দ্র বোস, সাংগঠনিক সম্পাদক দেবশিষ কুন্ডু মিঠুল, কালিয়া পৌরসভার মেয়র ওহিদুজ্জামান হিরা, সাবেক মেয়র ইনামুল হক টুকু, জেলা আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির।
রাজু / আল / দীপ্ত সংবাদ