সদ্য রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ নিতে মাগুরায় গেছেন মাশরাফি বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক এই টাইগার অধিনায়ক।এরপর প্রথমে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানে ছিলেন সাকিব ও জেলা আ.লীগের নেতৃবৃন্দ। বাংলোত তারা নির্বচন নিয়ে আলোচনা করেন।
এরপর খোলা জিপে ডাকবাংলো মোড় হতে ঢাকা রোড পর্যন্ত নৌকার প্রচারপত্র বিলি ও সাকিবের পক্ষে ভোট চান। এ সময় খোলা জিপে মাশরাফির পাশে সাকিব আল হাসানসহ ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপুসহ একাধিক ক্রিকেটার অংশ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, সাকিব নতুন এসেছে, তাই নিজের প্রচারণার পাশাপাশি সাকিবের পাশে দাঁড়িয়েছেন তিনি।
সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।
এদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
আরও পড়ুন: ‘আর কোন মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে’
এসএ/দীপ্ত নিউজ