দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ। উত্তরের জনপদে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
পঞ্চগড়ে চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস , যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৷ তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত উত্তরের হিমেল হওয়ার কারণে এ উপজেলায় তাপমাত্রা ওঠানামা করে এবং শীত বাড়ে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় নির্দিষ্ট সময়ের আগে শীতের আমেজ শুরু হয়। এখানে দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়। অন্যান্য অঞ্চলের তুলনায় দেরিতে শীত বিদায় নেয়। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে।
শীত বাড়ায় জীবিকার তাগিদে সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। কনকনে শীতের কারণে দৈনন্দিন আয় কমে গেছে এসব শ্রমজীবী মানুষের। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।
অন্যদিকে, সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ এবং নওগাঁয় ১১ ডিগ্রিতে সেলসিয়াস।
আরও পড়ুন: কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ
এসএ/দীপ্ত নিউজ