শক্তিশালী ভূমিকম্পে জাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী।
সোমবার (১ জানুয়ারি) বর্ষবরণের অনুষ্ঠানের মাঝেই জাপানের উত্তর–মধ্যাঞ্চলীয় এলাকা কেঁপে ওঠে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে।
শক্তিশালী ভূমিকম্পের পর উত্তর–মধ্যাঞ্চলীয় এলাকায় ১৫৫টি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে বেশকিছু ভবন ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। তাদের মধ্যে খাবার বিতরণ করছেন সেনারা।
এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
ভূমিকম্পের পর জাপানসহ সুনামি সতর্কতা জারি করা হয় রাশিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায়। আর জাপানের ইশিকাওয়ার নোটো এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু ভূমিতে সরে যেতে বলা হয়।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হায়াশি ইয়োশিমাসা জরুরি সংবাদ সম্মেলনে জানান, এখনও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করা যায়নি।
আগামী সপ্তাহে জাপানে ৭ মাত্রার আরও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এসএ/দীপ্ত নিউজ