হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা–কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন।
কুড়িগ্রাম–৪ আসনের জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সােমবার (১ জানুয়ারি) ভাের ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরাগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার পক্ষে আগামী ০৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারনা করা সম্ভব না হওয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মোঃ সাইফুর রহমান বাবলুকে (লাঙ্গল মার্কা) সমর্থন প্রদান করেছেন ও তার নেতাকর্মীদেরকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রাদান করেন।
আল/ দীপ্ত সংবাদ