কুমিল্লা–৫ ও কিশোরগঞ্জ–২ আসনের নির্বাচন জমিয়ে তুলেছেন বিএনপি’র সাবেক দুই নেতা।
কুমিল্লায় লড়ছেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আর কিশোরগঞ্জে মেজর (অব) আখতারুজ্জামান। জয়ের ব্যাপারে দুজনেই বেশ আশাবাদী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, কুমিল্লা–৫ আসনে চলছে জমজমাট প্রচার–প্রচারণা। এই আসনে নৌকার আবুল হাসেম খান ছাড়া আরও ৭ প্রার্থী রয়েছেন। তাদের বেশির ভাগই স্বতন্ত্র। তাদের একজন বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তার মার্কা ঈগল।
বুড়িচং–ব্রাহ্মণপাড়া দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা–৫ আসন। ভোটারের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজারের বেশি। নির্বাচন ঘিরে স্থানীয়রা উৎসবের আমেজে রয়েছেন।
সাংবাদিক নেতা শওকত মাহমুদ দাবি করেন, তিনি বেশ সাড়া পাচ্ছেন। তাকে নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ–২ আসনে লড়ছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। ৭ জানুয়ারির ভোট সামনে রেখে নির্বাচনি এলাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তাকে নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে এই নেতা বলেন, সবকিছু বিবেচনা করেনই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
কিশোরগঞ্জ–২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজারের কিছু বেশি।
আলোচিত এই সংসদীয় আসনে আব্দুল কাহার আকন্দ নৌকা আর স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন লড়ছেন ঈগল প্রতীকে।
এসএ/দীপ্ত নিউজ